ইকনা- আজকের কোলাহলমুখর ও দ্রুতগতির জীবনে মানুষ কখনও কখনও একটুখানি থামা ও প্রশান্তির প্রয়োজন অনুভব করে। “নওয়ায়ে ওহি”–র এই পর্বে কোরআনের নির্বাচিত সুন্দরতম আয়াতসমূহ, বেহরুজ রেজভীর হৃদয়ছোঁয়া কণ্ঠে, শ্রোতাকে নিয়ে যায় এক আত্মিক ও মননশীল যাত্রায়। সংক্ষিপ্ত অথচ গভীর ভাবনায় ভরপুর এই ধারাবাহিক শ্রোতাদের মনে আনে শান্তি ও আশার কিছু মুহূর্ত।