ইকনা- ইসলামী গবেষণায় দেখা যায়, “ইস্তেগফার” “استغفار” শব্দটি গাফির “غفر” মূলধাতু থেকে এসেছে, যার অর্থ ঢেকে দেওয়া বা আড়াল করা। কোরআনে এই মূলধাতুর বিভিন্ন রূপ মোট ২৩৪ বার ব্যবহৃত হয়েছে। এর মধ্যে মাত্র সাতটি স্থানে মানুষকে সরাসরি ইস্তেগফারের প্রতি উৎসাহিত করা হয়েছে। এছাড়া আল্লাহ তায়ালা কোরআনে ৯১ বার “গাফুর” “غفور”, পাঁচ বার “গাফ্ফার”“غفّار” এবং এক বার “গাফির” “غافر” নামে উল্লেখিত হয়েছেন, যা গুনাহগারদের প্রতি তাঁর সীমাহীন দয়ার প্রতিফলন বলে মনে করা হয়।
13:34 , 2025 Dec 07