IQNA

গৃহহীন ও দরিদ্রদের জন্য আমেরিকান মুসলমানদের অনন্য উদ্যোগ

23:44 - May 30, 2016
সংবাদ: 2600874
আন্তর্জাতিক ডেস্ক: উত্তর আমেরিকার ইসলামী নেশন্স রিলিফ সেন্টারের স্বেচ্ছাসেবকগণ মেরিল্যান্ড প্রদেশের বল্টিমোর শহরের গৃহহীন ও দরিদ্র ব্যক্তিদের মাঝে ৭০০ প্যাকেট বিতরণ করেছে।

বার্তা সংস্থা ইকনা: গৃহহীন ও দরিদ্র ব্যক্তিদের মাঝে গতকাল (২৯শে মে) এসকল পণ্য বিতরণ করা হয়েছে। আমেরিকার মেরিল্যান্ড প্রদেশের বল্টিমোর শহরের লিনডেন পার্কে গতকাল উত্তর আমেরিকার ইসলামিক অর্গানাইজেশনের পক্ষ থেকে ইসলাম বিদ্বেষদের প্রতিরোধ এবং ইসলাম ধর্ম সম্পর্কে সাধারণ জনগণকে অবগত করার লক্ষে চল্লিশতম বার্ষিক সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত বার্ষিক সভার উপান্তে গৃহহীন ও দরিদ্র ব্যক্তিদের মাঝে এসকল পণ্য বণ্টন করা হয়।

আমেরিকার ইসলামিক অর্গানাইজেশনের সভাপতি বলেন: দ্বিতীয় বছরের মত আমরা দরিদ্রদের মাঝে সাহায্য বিতরণ করছি।

লিনডেন পার্কের ৬৮ বছরের অধিবাসী নাইম বিগ বলেন: ইসলাম ধর্ম সম্পর্কে মিডিয়ায় যে সকল প্রতিবেদন প্রচার করে, তার থেকে এই পরিকল্পনার মাধ্যমে ইসলাম ধর্মের রূপ ভালোভাবে ফুটে উঠেছে।

তিনি বলেন: সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, স্বেচ্ছাসেবীগণ তাদের অন্তরের গহীন থেকে এ কাজ সম্পাদন করেছেন। যদি সকলেই এভাবে এক-অপরের পাশে এসে দাঁড়াত তাহলে পৃথিবী অনেক ভালো হতো।

বলাবাহুল্য, মুসলিম স্বেচ্ছাসেবিরা যে সকল প্যাকের দরিদ্রদের মাঝে বিতরণ করেছে তার মধ্যে ফল, পানি, টুথব্রাশ এবং টুথপেষ্ট, ডিটারজেন্ট এবং জামাকাপড় সহ অন্যান্য পণ্য ছিল।

iqna

captcha