IQNA

স্বেচ্ছাসেবী জনগণ ইরাককে সম্মানিত করেছে; আয়াতুল্লাহ সিস্তানির প্রতিনিধি

21:14 - February 08, 2018
সংবাদ: 2605001
আন্তর্জাতিক ডেস্ক: ইরাকের বিশিষ্ট মারজায়ে তাকলিদ আয়াতুল্লাহ আল-উজমা সাইয়্যেদ আলী সিস্তিনি'র প্রতিনিধি কারবালায় এক বিবৃতিতে সেদেশের জনপ্রিয় স্বেচ্ছাসেবী বাহিনীর ভূয়সী প্রশংসা করে বলেন: "আপনারা ইরাককে সম্মানিত করেছেন।"


বার্তা সংস্থা ইকনা: আয়াতুল্লাহ আল-উজমা সাইয়্যেদ আলী সিস্তিনি'র প্রতিনিধি শেখ আব্দুল মাহদী কারবালায়ী গতকাল বলেছেন: আপনারা মুজাহিদীন এবং আপনাদের সাহসী পদক্ষেপের জন্য যুদ্ধক্ষেত্র থেকে সন্ত্রাসীরা পালিয়ে যেতে বাধ্য হয়েছে।
তিনি ইরাকের জনপ্রিয় স্বেচ্ছাসেবী বাহিনী বাসিজের উদ্দেশ্য বলেন: আপনাদের মত সাহসী যোদ্ধাদের জন্য সূরা তাওবার ১১১ নম্বর আয়াত:


إِنَّ اللَّهَ اشْتَرَى مِنَ الْمُؤْمِنِينَ أَنْفُسَهُمْ وَأَمْوَالَهُمْ بِأَنَّ لَهُمُ الْجَنَّةَ يُقَاتِلُونَ فِي سَبِيلِ اللَّهِ فَيَقْتُلُونَ وَيُقْتَلُونَ


নিশ্চয় আল্লাহ বিশ্বাসীদের নিকট হতে তাদের জীবন ও তাদের ধন-সম্পদ ক্রয় করেছেন এর বিনিময়ে যে, বেহেশত তাদের জন্য হবে; (এটা এ কারণে যে,) তারা আল্লাহর পথে জিহাদ করেছে, অতঃপর তারা শত্রুদের হত্যা করে এবং নিজেরাও নিহত (শহিদ) হয়।
উল্লেখ্য, ইরাকের স্বেচ্ছাসেবী এবং নিরাপত্তা বাহিনী গতকাল (৭ম ফেব্রুয়ারি) সেদেশের পূর্বাঞ্চলের সালাহ আল-দীন প্রদেশের 'তুউজ খুর মাটু' অঞ্চল বসবাস যোগ্য করার জন্য বিশেষ অপারেশন শুরু করেছে।
তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের সদস্যরা দীর্ঘদিন ইরাকের বিভিন্ন এলাকায় রাজত্ব করেছে। তাদের দখলকৃত এলাকা থেকে পালিয়ে যাওয়ার সময় সন্ত্রাসী গোষ্ঠীর সদস্যরা উক্ত এলাকার বাড়ি-ঘর এবং বিভিন্ন স্থানে বোমা স্থাপন করে পালিয়ে যায়। ইরাকী স্বেচ্ছাসেবী ও নিরাপত্তা বাহিনী কর্তৃক সেদেশ থেকে দায়েশ মুক্ত করার পর তারা এসকল বোমা অপসারণ করছে।
iqna

 

captcha