IQNA

অস্ট্রেলিয়ার সিদ্ধান্তের কড়া সমালোচনায় ইন্দোনেশিয়া

19:30 - December 21, 2018
সংবাদ: 2607599
আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের জেরুজালেম শহরকে অস্ট্রেলিয়া কর্তৃক ইসরাইলের রাজধানী স্বীকৃতি দেয়ার তীব্র সমালোচনা করেছে ইন্দোনেশিয়া। শনিবার অস্ট্রেলিয়া ওই স্বীকৃতি দেয়ার পর ইন্দোনেশিয়ার সংসদ প্রতিনিধিরা তীব্র নিন্দা জানিয়েছেন।

বার্তা সংস্থা ইকনা: ইন্দোনেশিয়ার হাউস অব রিপ্রেজেনটেটিভসের প্রথম প্যানেলের চেয়ারম্যান আব্দুল হরিছ আল মাশহারী এক বিবৃতিতে অস্ট্রেলিয়ার এক সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়ে এই সিদ্ধান্তকে বড় একটি ভুল বলে অভিহিত করেছেন।
উল্লেখ্য,শনিবার ফিলিস্তিনের জেরুজালেম শহরকে ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতি দিয়েছ অস্ট্রেলিয়া। সিডনিতে এক অনুষ্ঠানে দেশটির প্রধানমন্ত্রী স্কট মরিসন বলেছে, যেহেতু ইসরাইলি পার্লামেন্ট নেসেটের অধিবেশন বসে বায়তুল মুকাদ্দাসে এবং ইসরাইলের অনেক দপ্তর রয়েছে সেখানে, সে কারণে বায়তুল মুকাদ্দাস ইসরাইলের রাজধানী।
উল্লেখ্য, গত মে মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বায়তুল মুকাদ্দাসকে ইসরাইলের রাজধানী স্বীকৃতি দিয়ে সেখানে আমেরিকার দূতাবাস সরিয়ে নেন। এ নিয়ে সারাবিশ্বে ব্যাপক ক্ষোভ দেখা দেয়।
iqna

 

 

captcha