IQNA

জর্ডান এবং বাহরাইনে শতাব্দীর চুক্তির নিন্দা জানিয়ে বিক্ষোভ + ছবি

22:09 - January 30, 2020
সংবাদ: 2610133
আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন-ইহুদিবাদী ষড়যন্ত্র 'ডিল অব দ্যা সেঞ্চুরি' প্রত্যাখ্যান করে বিক্ষোভ করেছেন বাহরাইনের জনগণ। এ সময় বিক্ষোভকারীদের হাতে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে লেখা বিভিন্ন স্লোগান সম্বলিত প্ল্যাকার্ড শোভা পাচ্ছিল। কোনো কোনো প্ল্যাকার্ডে মুসলমানদের তৃতীয় পবিত্রতম স্থান বায়তুল মুকাদ্দাসকে রক্ষায় সোচ্চার হওয়ার আহ্বান জানানো হয়।

বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: বিক্ষোভকারীরা বলেন, আমেরিকা হচ্ছে বড় শয়তান এবং সন্ত্রাসবাদের জননী। ফিলিস্তিনিদের অস্তিত্ব ধ্বংস করতেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ পরিকল্পনা পেশ করেছেন বলে তারা জানান।

বাহরাইনিরা এ বিষয়ে সেদেশের সরকারের অবস্থানের নিন্দা জানান। কারণ মার্কিন পরিকল্পনা 'ডিল অব দ্যা সেঞ্চুরি'-কে স্বাগত জানিয়ে বিবৃতি দিয়েছে বাহরাইনের রাজতান্ত্রিক সরকার।

গত ২৮ জানুয়ারি মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দখলদার ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে সঙ্গে নিয়ে ফিলিস্তিনিদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক পরিকল্পনা ঘোষণা করেছেন। তবে স্বশাসন কর্তৃপক্ষসহ ফিলিস্তিনি সংগঠনগুলো ট্রাম্পের পরিকল্পনা প্রত্যাখ্যান করেছে।

এদিকে জর্ডানের বিভিন্ন প্রদেশ ও শহর এবং সেদেশে অবস্থিত ফিলিস্তিনি শরণার্থী শিবিরে 'ডিল অব দ্যা সেঞ্চুরি' প্রত্যাখ্যান করে বিক্ষোভ প্রদর্শন করা হয়েছে। এসময় বিক্ষোভকারীরা জার্ডনাস্থ ইসরাইলি রাষ্ট্রদূতকে বহিস্কার এবং ইহুদিবাদী ইসরাইলের সাথে সকল সম্পর্ক স্থগিত করার আহ্বান জানিয়েছে।  iqna

captcha