IQNA

পবিত্র রমজান মাসের ২৪তম দিনের দোয়া

3:41 - April 26, 2022
সংবাদ: 3471765
তেহরান (ইকনা): ইবনে আব্বাস (রা.) থেকে বর্ণিত: রাসূলুল্লাহ (সা) রমজান মাসে এই দোয়া পড়তেন। ‘আলবালাদুল আমিন’ ও ‘মিসবাহুল কাফআমি’ নামক গ্রন্থে এই দোয়াগুলো রয়েছে।

পবিত্র রমজান মাসের ২৪তম দিনের দোয়ার আরবি, বাংলা উচ্চারণ ও অর্থ:

উচ্চারন: আল্লাহুম্মা ইন্নি আস আলুকা ফিহে মা ইয়ুরজিকা ওয়া আওজুবিকা মিম্মা ইয়ূজিকা ওয়া আস আলুকাত তাওফিকা ফিহি লি আন ওতিয়াকা ওয়ালা আয়সিয়াকা ইয়া জাওয়াদাস সায়িলিন।।

َللّـهُمَّ اِنّی اَسْأَلُکَ فیهِ ما یُرْضیکَ، وَاَعُوذُبِکَ مِمّا یُؤْذیکَ، وَاَسْأَلُکَ التَّوْفیقَ فیهِ لاَِنْ اُطیعَکَ وَلا اَعْصیْکَ، یا جَوادَ السّائِلینَ

অর্থ : হে আল্লাহ ! আজ তোমার কাছে ঐসব আবেদন করছি যার মধ্যে তোমার সন্তুষ্টি রয়েছে। যা কিছু তোমার কাছে অপছন্দনীয় তা থেকে তোমার আশ্রয় চাই। তোমারই আনুগত্য করার এবং তোমার নাফরমানী থেকে বিরত থাকার তৌফিক দাও। হে প্রার্থীদের প্রতি দানশীল।

আল্লাহ তাআলা রমজান মাসের রোজা পালন, ইবাদাত-বন্দেগি ও দোয়া ইসতেগফারের মাধ্যমে মুসলিম উম্মাহকে ক্ষমা করে তাঁর আনুগত্যশীল বান্দাদের মধ্যে শামিল হওয়ার তাওফিক দান করুন।

পবিত্র রমজান মাসের ২৪তম দিনের দোয়া

captcha